• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

নির্বাচনের মাধ্যমে গণআন্দোলন পূর্ণতা পাবে: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ২০:৩৪
নির্বাচনের মাধ্যমে গণআন্দোলন পূর্ণতা পাবে: ড. মঈন খান
ছবি : আরটিভি

নির্বাচনের মাধ্যমে গণআন্দোলন পূর্ণতা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা যুবদল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ‘৫ আগস্ট ছিল গণতন্ত্র উত্তোরণের প্রথম ধাপ। প্রথম ধাপে যেমন দেশের মানুষ স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছে, তেমনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সে আন্দোলনের পূর্ণতা আসবে। এ দেশের মানুষের গণতন্ত্রের সংগ্রাম, ভোটের সংগ্রাম এখনও শেষ হয়ে যায়নি। যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এভাবেই দেশের মানুষ বুকের রক্ত ঢেলে দেবে।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী দিনে বাংলাদেশকে একটি সম্মানজনক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। লুটপাট বা চুরির দেশ হিসেবে নয়।’

পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমদ খানের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সাত্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেন শাহ শানু, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাসুদ খান প্রমুখ।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি
নতুন ইসির প্রথম সভা আজ
সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করব: ফারুক-ই-আজম
ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল