• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

চালককে হত্যা করে গাড়ি ছিনতাই, ৩ আসামি গ্রেপ্তার 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ২১:০০
চালককে হত্যা করে গাড়ি ছিনতাই, ৩ আসামি গ্রেপ্তার 
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হানিফ মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর তার ব্যবহৃত প্রাইভেটকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর তেজগাঁও ও মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কামরুল (২৩), ওমর হোসেন (২৫) ও মুজাহিদুল ইসলাম কাউছার (২২) রয়েছে। কামরুল বন্দর উপজেলার ধামঘর ইউনিয়নের নয়ামাটি এলাকার বাবুল মিয়ার ছেলে, ওমর গজারিয়া উপজেলার পুরাচক বাউশিয়ার মনির হোসেনের ছেলে এবং কাউছার বেগমগঞ্জ উপজেলার মধুপুর এলাকার গোলাম মোহাম্মদের ছেলে।

ওসি আব্দুল বারী বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি গ্যারেজ থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নওগাঁয় হত্যা ও ডাকাতি মামলার ২ আসামি গ্রেপ্তার
প্রতিশোধ নিতে শ্বাসরোধে হত্যা, আসামি গ্রেপ্তার
আশুলিয়ায় ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার