• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে তেলের জাহাজে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ২৩:২০
চাঁদপুরে তেলের জাহাজে আগুনের ঘটনায় তদন্ত কমিটি
ছবি : আরটিভি

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে পদ্মা ডিপোতে তেল আনলোডের প্রস্তুতিকালে সাদিয়া এন্টারপ্রাইজ নামে তেলের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে পদ্মা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ মুহাম্মদ লোকমান এ তথ্য নিশ্চিত করেন।

মুহাম্মদ লোকমান বলেন, পদ্মা অয়েল কোম্পানির ডিজিএম আসিফ মালেককে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, রোববার (২৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের কয়লাঘাট পদ্মা অয়েল কোম্পানির ডিপো এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে তেলের জাহাজের ইঞ্জিন কক্ষে জেনারেটর বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাহাজে থাকা ৬ কর্মচারী আহত হন। এর মধ্যে গোলাপ নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও কোস্টগার্ড যৌথভাবে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই জাহাজে সাড়ে ৭ লাখ ৭৮ হাজান লিটার পেট্রোল ও ডিজেল ছিল।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 
চাঁদপুরে আলোচিত বালুখেকো মতিন গ্রেপ্তার