• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মার্কায় ভোট হবে, ব্যক্তিতে নয়: ফয়জুল করীম

আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ২৩:২৯
ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, মার্কায় ভোট হবে, ব্যক্তিতে নয়। তাহলে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। পেশীশক্তি বন্ধ হবে, কালো টাকার ছড়াছড়ি থাকবে না। যে মার্কা যত পার্সেন্ট ভোট পাবে, ওই দল সেই পরিমাণে সদস্য সংসদে পাঠাবে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা আয়োজিত ছাত্রসমাবেশে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ৯৮ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে। ৫৩ বছর পর্যন্ত কোনো গরিব ধনী হয়নি, ধনীরা ধনী হয়েছে। যাদের ক্ষমতায় বসিয়েছি তারা আঙুল ফুলে কলাগাছ হয়েছে।

তিনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে, চুরি, ডাকাতি, দখলদারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। কিন্তু ৫ আগস্টের পর আবার গুন্ডামি, চাঁদাবাজি, অত্যাচার, অনাচার আবার মিথ্যা মামলা। এটা দেখার জন্য মানুষ আন্দোলন করেনি।

ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ ইউনুস আহমেদ, সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল, সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজ ও গুন্ডামির কোনো পরিবর্তন হয়নি: ফয়জুল করীম
হাতিয়ায় ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ
কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে আমাদের বক্তব্য উপস্থাপিত হয়েছে: ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩