• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ০৫:১৬

কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির থেকে ২৪ তম দফায় স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা।

সোমবার (২৮ অক্টোবর) মধ্যরাতের যেকোন সময় উখিয়া থেকে এসব রোহিঙ্গাদের বহনকারি বাস চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা দেবে বলে জানিয়েছেন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

তিনি বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আসতে শুরু করেছে। সেখানে আসা রোহিঙ্গাদের ইতিমধ্যে নিবন্ধন কার্যক্রম চালাচ্ছেন শরণার্থী কমিশনার কার্যালয়সহ সংশ্লিষ্টরা।

মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেন, এবার ২৪তম দফায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গার সংখ্যা অন্তত ৫ থেকে ৬ শত জন হতে পারে। সোমবার মধ্যরাতেই বাস যোগে এসব রোহিঙ্গাদের উখিয়া থেকে চট্টগ্রামের পতেঙ্গা নিয়ে যাওয়া হবে।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা পৌঁছার পর জাহাজ যোগে এসব রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে বলে জানান, অতিরিক্ত শরণার্থী মোহাম্মদ সামছু-দৌজা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্য মতে, এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ২৩ তম ১ হাজার ৫২৭ রোহিঙ্গা ভাসানচরে গেছে। এর আগে ২২ দফায় মোট ৩২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। বিগত ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গারা ভাসানচরে যেতে শুরু করেছিল।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২ শিশুর মরদেহ উদ্ধার
৩ ঘণ্টার চেষ্টায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
গরু ধরে নিলে গেল বিজিবি, প্রতিবাদে বিক্ষোভ