• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

শরীয়তপুরে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-ভাঙচুর

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ০৯:০৫
শরীয়তপুরে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-ভাঙচুর
ছবি : আরটিভি

শরীয়তপুরে বিএনপি ও যুবদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পৌরসভা যুবদলের অফিস ভাঙচুরের অভিযোগ ওঠেছে। সোমবার রাতে পৌরসভার জেলখানা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।

স্থানীয়রা জানান, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের সঙ্গে পৌর বিএনপি নেতা সুমন খানের কোন্দল রয়েছে। সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হলে উভয়পক্ষের লোক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সুমন খানের সমর্থকদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টিটু চোকদারের যুবদলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে।

শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদার অভিযোগ করে বলেন, রোববার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় ধরনের মিছিল বের করি আমি। যা অনেকের সহ্য হয়নি। তাই সোমবার আমার অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয় ও ভাঙচুর করা হয়।

এ দিকে পাল্টা অভিযোগ করে পৌরসভা বিএনপি নেতা সুমন খান বলেন, ‘বিগত দিনে সে (টিটু চোকদার) স্বৈরাচার আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। আমার সামনে বসে সে আমাদের সাবেক এমপিকে নিয়ে কটূক্তি করেছে এবং আমাকে মারধর করেছে। সে নিজে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্লাব ভাঙচুর করে আমার ওপর দোষ চাপাচ্ছে।’

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘দলীয় কোন্দল নিয়ে এ ঘটনা ঘটেছে। যুবদলের একটি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে অটোরিকশা চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু
সোনাইমুড়ীতে বিএনপি নেতার বাড়িতে গুলি, ককটেল বিস্ফোরণ 
ঋণের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা
মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড