• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাত, আহতদের নেওয়া হলো ঢাকা মেডিকেলে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৩:১৭

মাদারীপুর শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহজালাল মোল্লা ও ইসমাইল সরদার নামের দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিবচর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরশামাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি মোহাম্মদ মোক্তার হোসেন।

আহত শাহজালাল মোল্লা (৩৫) চরশামাইল এলাকায় আবদুল হাকিম মোল্লার ছেলে এবং ইসমাইল সরদার (৩৭) একই এলাকার হালিম সরদারের ছেলে। আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন।

জানা যায়, শিবচর পৌরসভার চরশামাইল এলাকার শাহজালাল মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল একই এলাকার শাহিন মোল্লার। শাহিন মোল্লা ওই এলাকার আমিন মোল্লার ছেলে। সোমবার রাতে ওই এলাকায় ক্যারাম বোর্ড খেলছিল শাহজালাল মোল্লা ও ইসমাইল সরদার। এ সময় সেখানে অটোভ্যানে করে উপস্থিত হয় শাহিন মোল্লাসহ চার পাঁচজনের একটি দল। তারা অটো থেকে নেমেই পরিকল্পিতভাবে শাহজালাল মোল্লার পেটের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়। ছাড়াতে গেলে ইসমাইল সরদারের উরুতেও ছুরি দিয়ে কোপ মারে। দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

আহত শাহজালাল মোল্লার ছোট ভাই আলামিন মোল্লা বলেন, ‘শাহিন মোল্লা ছাত্রলীগ করতো। আমি বিএনপি নেতা নুরুদ্দিন মোল্লার ছবিসহ ব্যানার টাঙিয়েছি। সেই ব্যানার ছিঁড়ে ফেলার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করছিল সে। কিন্তু ছিঁড়তে না পেরে ক্যারাম বোর্ড খেলার সময় আমার ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর যখন করে।’

এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, ‘এ বিষয়ে দুপক্ষই থানায় অভিযোগ করেছে আমরা রাতেই সেনাবাহিনীসহ যৌথ অভিযান করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ২
পটিয়ায় চাচার হাতে ভাতিজা খুন
পরীক্ষায় ফেল করে রাগে স্কুলে হামলা, নিহত ৮
কথা কাটাকাটির একপর্যায়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা