হাতিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দস্যুপ্রধান আটক
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দস্যুপ্রধান মহিউদ্দিনকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মহিউদ্দিন জলদস্যুগ্রুপ মহিউদ্দিন বাহিনীর প্রধান। তিনি মাউজচরা গ্রামের মৃত মো. আনছারুল হকের ছেলে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের একটি টিম। অভিযানে মাইজচরা গ্রামের মহিউদ্দিনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি রকেট ফ্লেয়ার, ৫টি রামদা, ২টি লোহার সাবল, ৪টি চাপাতি, ১টি বড় চুরি, ৬টি চায়না করাত ও দুটি হরিণের শিং উদ্ধার করা হয়।
এদিকে ডাকাত মহিউদ্দিন আটক হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে হাতিয়ায় উপজেলা সদরের বিভিন্ন বাজারে মানুষজনকে আনন্দ উল্লাস করতে দেখা যায়।
স্থানীয়রা জানান, মহিউদ্দিন একসময়ের দক্ষিণাঞ্চলের ত্রাস মুন্সীয়া ডাকাত দলের প্রধান সেনাপতি ছিলেন। মুন্সীয়া মারা যাওয়ার পর এই বাহিনীর প্রধান হন মহিউদ্দিন। দীর্ঘ একযুগেরও বেশি সময় মহিউদ্দিন মেঘনায় ডাকাতির সঙ্গে জড়িত। জেলেদের কাছ থেকে নেওয়া চাঁদায় চিল তার প্রধান আয়ের উৎস। এই দীর্ঘ সময়ে তাকে আটক করার জন্য র্যাবসহ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান পরিচালনা করে। কিন্তু কখনো তাকে আটক করা যায়নি। সবশেষে কোস্টগার্ডের হাতে আটক হলেন এই দস্যুপ্রধান।
কোস্টগার্ডের স্টেশনের লে. কমান্ডার রিফাত আহাম্মেদ বলেন, আটক মহিউদ্দিনকে উদ্ধার করা অস্ত্রসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। সে দীর্ঘদিন এই অঞ্চলের মানুষজনকে জিম্মিকরে বিভিন্ন অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে হাতিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আরটিভি/এমকে
মন্তব্য করুন