• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

ভাসানচর পৌঁছাল আরও ৫০৬ রোহিঙ্গা  

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৬:১৮
ছবি : আরটিভি

২৫ তম ধাপে নতুন করে আরও ৫০৬ জন রোহিঙ্গা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নৌবাহিনীর দুটি জাহাজযোগে চট্টগ্রাম থেকে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছান। এর আগে, সোমবার সকালে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের উখিয়া কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্টে আনা হয়। পরে রাতে ২০টির অধিক বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তারা।

এসব তথ্য নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর।

তিনি জানান, ৫০৬ জন নতুন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়। পাশাপাশি আগে স্থানান্তর হওয়া রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৩৯৫ জনসহ মোট ৯০১ জন রোহিঙ্গাকে পাঠানো হয়েছে ভাসানচরে। এটি একটি চলমান প্রক্রিয়া। সর্বশেষ গত ১ মার্চ ২৪ তম ধাপে ১ হাজার ২৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়।


আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা আটক
বই উৎসবের ব্যানারে শেখ হাসিনার ছবি, এলাকায় তোলপাড়
কক্সবাজার থেকে ইয়াবা এনে ধরা আ.লীগ নেতা, অতঃপর...
নোয়াখালীতে কৃষককে টার্গেট করে প্রকাশ্যে গুলি