• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বাগেরহাটে বিনামূল্যে ৪ হাজার রোগীকে চিকিৎসা সেবা 

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ২২:৩৯
ছবি : আরটিভি

বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে চার সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেওয়া হয়। সকালে ফাউন্ডেশন ভবনের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।

লতিফ মাষ্টার ফাউন্ডেশনের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিএনপির গবেষণা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সাবেক যুগ্ম সচিব মোহম্মদ মশিউর রহমান, সাবেক যুগ্ম সচিব শেখ হামিম হোসেন, সাবেক যুগ্ম সচিব খন্দকার রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস, মাষ্টার লতিফ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম জগলু সিপিএ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ফাউন্ডেশন চত্বরে গাছের চারা রোপণ করেন।

এদিন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ২০জন বিশেষজ্ঞ চিকিৎসক দূরদূরান্ত থেকে আসা রোগীদের চক্ষু, হার্ট, মেডিসিন, গাইনী, নাক-কান-গলা ও চর্ম রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ৮০০ কিশোরীকে প্রজনন স্বাস্থ্য সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, প্রত্যন্ত গ্রামের মানুষরা আসলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নেওয়ার সুযোগ খুব কম পায়। যার কারণে আমরা এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের প্রকোপ
উপকূলবাসী সুপেয় পানি সংকটের স্থায়ী সমাধান চায়
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
তদারকির অভাবে অধিকাংশ পিএসএফ অকেজো, পুকুরের পানিই ভরসা