• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

মমেক হাসপাতালে আন্দোলনে আহতদের মারধর, তদন্ত কমিটি

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ২৩:২৬
ছবি : আরটিভি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৫ রোগীকে মারধর করেছেন প্রতিষ্ঠানের আউটসোর্সিংয়ে কর্মরত সৌদি সিকিউরিটি সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সেই সঙ্গে গঠিত হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাঈন উদ্দিন। এর আগে সোমবার রাত দেড়টায় মমেক হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৫ রোগীকে মারধরের ঘটনা ঘটে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সদস্যরা, জেলা পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ, মহানগর ও জেলা ছাত্রদলসহ ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় ইতোমধ্যে হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ড মাস্টার মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার সময় হাসপাতালের আউটসোর্সিংয়ে কর্মরত ট্রলিবয় রুহান হোসেন রূপু একজন রোগী নিয়ে ৩৮ নম্বর ওয়ার্ডে গিয়ে লাইট জ্বালিয়ে চিল্লাচিল্লি করেন। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক রোগী লাইট জ্বালাতে নিষেধ করলে ট্রলিবয় রূপু আহত রোগীদের ওপর ক্ষিপ্ত হয়ে কথা-কাটাকাটি করেন। এক পর্যায়ে রূপু অন্য ট্রলিবয়দের ডেকে এনে আহত আন্দোলন কর্মীদের মারধর করেন।

এ ঘটনার সঙ্গে জড়িত রুহান হোসেন রূপু (২০) এবং মোশারফ হোসেনকে (৩৬) গ্রেপ্তার করে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শামীম হোসেন।

তিনি বলেন, ঘটনার খবর পেয়ে ছাত্র সমন্বয়কসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িত অন্যদের বিচারের আওতায় আনা হবে।

এ বিষয়ে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাঈন উদ্দিন বলেন, ইতোমধ্যে ঘটনার তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে। সে প্রতিবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, রোগীদের মারধরের ঘটনার সঙ্গে টেন্ডার বাতিলের কোনো সর্ম্পক নেই। তারপরও ছাত্রদের দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে হিন্দু নারীকে মারধরের ঘটনা বাংলাদেশের বলে অপপ্রচার
‘লুজ কানেকশনের’ কারণে সচিবালয়ে আগুন: তদন্ত কমিটি
সচিবালয়ে আগুন: আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি
ময়মনসিংহে জাসদ নেতা শফিকুল অস্ত্রসহ আটক