• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

আবু সাঈদ হত্যা মামলায় নতুন আরও ৭ আসামি

আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ২৩:৩৮
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা মামলায় আসামির তালিকায় নতুন আরও ৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে আসামিদের সম্পৃক্ততা এবং এজাহারকারীর দাখিল করা আলামত খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আদালত।

শহীদ আবু সাঈদের ভাই রমজান আলীর করা হত্যা মামলায় গত ১৪ অক্টোবর আদালতে আবেদন করা হলে দাখিল করা ছবি ও সিসি টিভি ফুটেজ জব্দ ও গ্রহণের আদেশ প্রদান করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতের বিচারক মো. আসাদুজ্জামান সোমবার (২৮ অক্টোবর) বিকেলে ওই আবেদন মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে আবু সাঈদ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন, অ্যাডভোকেট শামিম আল মামুন, কামরুন্নাহার খানম শিখা ও অ্যাডভোকেট রায়হানুজ্জামানসহ প্যানেল আইনজীবীরা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নতুন সাত আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশিদ, সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) শাহ নূর আলম পাটোয়ারী, বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক ও অস্থায়ী চতুর্থ শ্রেণির কর্মচারী নূরুন্নবী, সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম ও সুরতাহাল রিপোর্টের প্রতিস্বাক্ষরকারী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।

এ বিষয়ে আবু সাঈদ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন গণমাধ্যমকে বলেন, আদালতের এই আদেশের মাধ্যমে অজ্ঞাতনামা আসামিদের মধ্যে আবু সাঈদ হত্যা মামলায় সরাসরি সিসি টিভি ফুটেজে সম্পৃক্ততা পাওয়ায় আদালত সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণপত্র, ছবি দেখে দীর্ঘ শুনানি শেষে ন্যায়বিচারের স্বার্থে তা খতিয়ে দেখার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে আদেশ প্রদান করেছেন।

এর আগে, গত ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও অন্তত ১৩০ থেকে ১৩৫ জনকে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটির তদন্ত করছে। এ মামলায় ইতোমধ্যে দুই পুলিশ কর্মকর্তাসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাবলিগের দুপক্ষের সংঘর্ষ: ২৯ জনের নামে হত্যা মামলা
সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার
ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি নদভী রিমান্ডে
ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার