• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

যৌথবাহিনীর অভিযানে ৪০ মামলা ও ১৬ যানবাহন আটক

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ০৫:১৮
ছবি: আরটিভি

সড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং শৃঙ্খলা রক্ষায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এই অভিযান চলে। এতে পুলিশ, সেনাবাহিনী, আনসার ও বিআরটিএ’র কর্মকর্তারা অংশ নেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, আমরা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের কাগজপত্র পরীক্ষা করেছি। এ সময় নিয়মিত মামলার অংশ হিসেবে ৪০টি যানবাহনকে মোট ১ লক্ষ আটাশি হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ১৫টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ু ও শব্দদূষণ রোধে অভিযান, সাড়ে ৩৮ লাখ টাকা জরিমানা
চাঁদপুর পৌর এলাকায় অভিযান, ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঘিওরে ক্যানসার আক্রান্ত গৃহকর্ত্রীকে গলাকেটে হত্যা 
মেঘনায় অভিযানে ৯ বেহুন্দি জাল জব্দ