• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

পদ্মায় নিখোঁজ আরেক এএসআইয়ের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১১:১২
পদ্মায় নিখোঁজ আরেক এএসআইয়ের মরদেহ উদ্ধার
ছবি : আরটিভি

কুষ্টিয়ার কুমারখালীতে দুর্বৃত্তদের হামলায় নৌকা থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ পুলিশের আরেক এএসআই মুকুলের মরদেহ পাওয়া গেল পাবনার সুজানগরে।

নিখোঁজের ৫২ ঘণ্টা পর বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হামলার ঘটনাস্থল থেকে ৪৫ কিলোমিটার দূরে পাবনার সুজানগর থানার মোহনপুর এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

জানা যায়, গত সোমবার ভোররাতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয়া এলাকার পদ্মা নদীতে নৌকায় আসামি ধরতে গেলে অবৈধভাবে ইলিশ শিকারকারী দুর্বৃত্তরা হেলমেট পরে পুলিশের নৌকায় হামলা চালায় এবং তাদের মারধর করে। এ সময় নৌকায় থাকা কুমারখালী থানার এএসআই সদরুল আলম ও মুকুল হোসেন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস, খুলনা থেকে আসা ডুবুরি দল অভিযান চালিয়ে আসছিল। সোমবার দুপুরে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকার পদ্মা নদী থেকে এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করেন ডুবুরি দল।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘সকালে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেন। তাদের মরদেহ উদ্ধার করে নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। মরদেহ শনাক্ত করেছে মুকুলের পরিবার। কুমারখালীতে এনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মরদেহ দাফনে পুলিশি প্রক্রিয়ার পাশাপাশি এই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান কুমারখালী থানার ওসি।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ড ভ্যানের চাপায় পথচারীসহ নিহত ২
কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর কারাগারে
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
জেলের জালে ধরা পড়ল কুমির, অতঃপর...