• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

চট্টগ্রামে ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১২:০২
চট্টগ্রামে ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু 
ছবি : আরটিভি

চট্টগ্রামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং অন্যজন নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৩০ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়।

দুজনই চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুজনের মধ্যে একজন ৫০ বছর বয়সী পুরুষ। অন্যজন ৪৪ বছর বয়সী নারী। দুজনই গত ২৭ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে মনির হোসেন নামের ওই ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ অক্টোবর চমেকে ভর্তি হন। ওই দিনই তিনি ডেঙ্গু পরবর্তী কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান। অন্যদিকে একইদিন শোলকবহর এলাকার বাসিন্দা রেহেনা আক্তার নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি জন। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে নানান শারীরিক জটিলতায় তিনি মারা যান বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হলো। এরমধ্যে চলতি অক্টোবর মাসেই মারা গেছে ৭ জন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ শিশু।

এ দিকে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৫৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বাকি ১৬ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালের।

উল্লেখ্য, চলতি বছর এ পর্যন্ত মোট ২ হাজার ৮৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর আগে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। আর আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
বিয়ের অনুষ্ঠানে এসে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
পাকিস্তানের সেই জাহাজ বন্দর জেটিতে 
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৫