• ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৩:২৭
খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে থাকা পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। ৫ নভেম্বর থেকে যথারীতি ভ্রমণ করতে পারবেন দেশের বিভিন্ন জেলার পর্যটক।

বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

তিনি বলেন, খাগড়াছড়ি জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন দেশের বিভিন্ন জেলার পর্যটক খাগড়াছড়িতে আসতে পারবেন।

উল্লেখ্য, খাগড়াছড়ি জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে খাগড়াছড়িতে চলতি মাসের ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হবে: পার্বত্য উপদেষ্টা
পিটিয়ে হত্যা করা সেই শিক্ষকের মরদেহ হস্তান্তর
পাহাড়ে হচ্ছেটা কী? সুযোগ নিচ্ছে কারা?
এবার খাগড়াছড়িতেও ১৪৪ ধারা জারি