• ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

অপহরণ করতে গিয়ে অস্ত্রসহ জনতার হাতে আটক, অতঃপর...

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৪:১৯
অপহরণ করতে এসে অস্ত্রসহ খেলেন ধরা, অতঃপর...
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টার সময় দেশীয় তৈরি বন্দুকসহ এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার হ্নীলা মরিচ্যাঘোনাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

আটক ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)। তিনি টেকনাফের হোয়াইক্যং ৯ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের ছেলে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বশির আহমেদ বলেন, মঙ্গলবার হ্নীলা পানখালিতে মুলাখেতে কাজ করার সময় আবুল হাশেম (৬০) নামে কৃষককে পাহাড়ি ডাকাতদল অপহরণ করে। অপহৃত ওই কৃষককে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনার পর বুধবার বেলা ১১টার দিকে আবারও একই ডাকাত দলের সদস্যরা পাহাড় থেকে নেমে এসে হ্নীলা মরিচ্যাঘোনা পানের বরজ ও মুলাখেতে কাজে থাকা কৃষকদের অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ঘেরাও করে অস্ত্রসহ জাকির হোসেনকে আটক করে। তার সঙ্গে আসা অন্যান্য ডাকাত দলের সদস্যরা পালিয়ে পাহাড়ে ঢুকে যায়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জনতার হাতে আটক ডাকাত জাকির হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে স্কুলের কক্ষ থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
রাখাইনে বিস্ফোরণের শব্দে ফের কাঁপল টেকনাফ সীমান্ত
লবণভর্তি ট্রাকে মিলল ৩২ হাজার ইয়াবা, আটক ২
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা, প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি