• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ব্যাগ ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ছিনতাইকারীর লাফ, অতঃপর...

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৩৫
ব্যাগ ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ছিনতাইকারীর লাফ, অতঃপর...
ছবি: সংগৃহীত

ঢাকা-নরসিংদী রেলরুটের কালিগঞ্জের উলুখোলা এলাকায় ব্যাগ ছিনতাই করে ট্রেন থেকে লাফিয়ে পড়ে জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছেন ইসমাইল নামে এক ছিনতাইকারী। পুলিশ জনরোষ থেকে তাকে আটক করে হেফাজতে নিয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে কালিগঞ্জের আঁড়িখোলা রেলস্টেশনের আউটার সিগন্যালের উলুখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ইসমাইল নরসিংদী জেলার পলাশ থানার খিঁলপাড়া কান্দারপাড় গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিতাস কমিউটার ট্রেনে জোবায়ের নামে বিদেশগামী এক ব্যক্তির হাতব্যাগ ছিনতাই করে ইসমাইল। পরে আঁড়িখোলা স্টেশনের আউটার সিগন্যালের উলুখোলা এলাকায় ট্রেন গতি কমালে ইসমাইল লাফিয়ে পড়ে। স্থানীয় জনতা তাকে ধরে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

ছিনতাই হওয়া হাত ব্যাগের মালিক জোবায়ের বলেন, ‘আমি আগামী মাসের ৫ তারিখ বিদেশ যাচ্ছি। আমার ব্যাগ ছিনতাইয়ের পর ব্যাগটি ফিরে পেয়েই আমি খুশি। আমি কোনো মামলা করতে চাই না।’

কালিগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‘বাদী মামলা করবেন না বলে জানিয়েছেন।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ২২টি মোবাইলসহ নারী ছিনতাইকারী গ্রেপ্তার
অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক
রাজধানীতে অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক 
অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, আটক ২