• ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৭:০০
ছাত্রলীগের নেতা তাহাদ হাসান তুষার
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তাহাদ হাসান তুষারকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে তুষারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তুষার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এই ছাত্রলীগ নেতা। মঙ্গলবার রাতে বাড়িতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গত ৪ আগস্ট হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেনের করা দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগ নিষিদ্ধ ও ২৫২ এসআই বহিষ্কার প্রসঙ্গে যা বললো যুক্তরাষ্ট্র 
এই ছেলেগুলোকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে নিষিদ্ধের কাতারে ফেলবো না: সারজিস
হত্যাচেষ্টা মামলায় আখাউড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঊর্মি-রাকিবসহ তিনজন কারাগারে