• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরের মতলবে ৪ হাজার কৃষক পেলেন সরকারি প্রণোদনা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ২০:১২
কৃষক
ছবি: আরটিভি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চার হাজার ২৩০ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী শাক-সবজি, হাইব্রিড শাক-সবজি, রবি প্রণোদনার বীজ, সার ও অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা।

উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস ও সমবায় অফিসার ফারুক আলম।

আলোচনা শেষে উফশী ফসল চাষী ৮৫০ জন কৃষকের মাঝে শাকসবজি বীজ ও নগদ অর্থ, ২ হাজার ৩০০ জন হাইব্রিড শাকসবজি চাষী কৃষকের মাঝে বীজ, ২০ কেজি করে সার ও নগদ অর্থ এবং রবি প্রণোদনার আওতায় ১ হাজার ৮০ জন কৃষকদের মাঝে বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

ইউএনও একি মিত্র চাকমা বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি প্রণোদনা দিচ্ছে সরকার। এবারের রবি মৌসুমে চার হাজার ২৩০ জন কৃষকের মধ্যে এই প্রণোদনা বিতরণ হচ্ছে। এই উপজেলায় প্রায় ৫৩ হাজার কৃষক। আপনারা যে যার যার সাধ্যমতো চাষাবাদ করবেন। বীজ নিয়ে কেউ অবহেলা করবেন না। কারও জমি খালি রাখবেন না।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 
চাঁদপুরে আলোচিত বালুখেকো মতিন গ্রেপ্তার