• ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

কোটি টাকা মূল্যের স্বর্ণের ৬ বার জব্দ

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ২১:৫২
স্বর্ণ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় দামুড়হুদার সীমান্তবর্তী হুদাপারা রাস্তা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটেলিয়ন।

ব্রিফিংয়ে বলা হয়, বিজিবির টহল কমান্ডার হাবিলদার মজনুল করিম দুপুর ২টায় গোপন সংবাদে উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়া নামক রাস্তায় অবস্থান নেন। এ সময় একজন মোটরসাইকেল নিয়ে দ্রুত সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি চ্যালেঞ্জ করে। পরে চোরাকারবারি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

এরপর বিজিবি মোটরসাইকেলের সাইলেন্সারের ভেতরে থাকা কচটেপে আটকানো ৮৭০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা বিজিবির-৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে। দামুড়হুদা থানায় মামলা প্রক্রিয়াধীন।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের বাজারে সব রেকর্ড ছাড়াল স্বর্ণ
স্বর্ণের দামে বিশ্ব রেকর্ড, বাড়তে পারে দেশেও
আজকে স্বর্ণের দাম (২৯ অক্টোবর)
চুয়াডাঙ্গায় ছাত্রদল-যুবদলের ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম