• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

রান্নার বেগুনে পোকা, রেস্তোরাঁকে জরিমানা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩০
ছবি: সংগৃহীত

অপরিষ্কার অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুত, মেয়াদহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও পোকাসহ বেগুন রান্না করাসহ নানা অভিযোগে চট্টগ্রাম নগরীর ওয়াসা এলাকার ‘কুটুমবাড়ি রেস্তোরাঁ’কে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) নগরীর বিভিন্ন জায়গায় এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়। সঙ্গে ছিলেন ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান।

অভিযানে ‘কুটুমবাড়ি রেস্তোরাঁয়’ ৩২ হাজার টাকা জরিমানার পাশাপাশি এরূপ কার্য থেকে বিরত থাকার বিষয়ে মুচলেকা নেওয়া হয় এবং ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য, খাবার ও খাবার তৈরির বিভিন্ন সস ও অন্যান্য উপাদান ব্যবহারের জন্য ফ্রিজে সংরক্ষণ এবং পণ্যের জন্য নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রির অভিযোগে জাকির হোসেন রোডের খুলশী আবাসিক এলাকার ২নং রোড (খুলশী হিল) সংলগ্ন ‘কোরিয়ান রেস্টুরেন্ট-খুলশী হিল’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, অভিযানে বিভিন্ন অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলার প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
হিলিতে ভোক্তা অধিকারের অভিযান, ১৮ হাজার টাকা জরিমানা
পরিচ্ছন্ন নগর বানাতে শিক্ষার্থীদের পাশে চান চসিক মেয়র
বধূ সাজার আগেই ডেঙ্গু কেড়ে নিলো জীবন