• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

সিরাজগঞ্জে এক ঘণ্টার পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিফা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ০৫:০১
ছবি : আরটিভি

সিরাজগঞ্জে এক ঘণ্টার জন্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন অষ্টম শ্রেণির কিশোরী জান্নাতুল শিফা (আদ্রিতা)।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইউসুফ আলীর কাছ থেকে প্রতীকী দায়িত্ব গ্রহণ করেন জান্নাতুল শিফা। জাতীয় পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং ও এ্যাভোকেসিকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)’র গার্লস টেক-ওভার কর্মসূচির আওতায় এই দায়িত্ব পালন করেন এই কিশোরী।

দায়িত্ব গ্রহণের পর প্রথমে ফুলেল শুভেচ্ছা দিয়ে জান্নাতুল শিফাকে বরণ করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এরপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এই ক্ষুদে কর্মকর্তা। এক ঘণ্টার জন্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতীকী দায়িত্বপালন করা জান্নাতুল শিফা ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) সিরাজগঞ্জ জেলার সভাপতি ও শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

এক ঘণ্টার দায়িত্ব পেয়ে কিশোর-কিশোরীদের বয়সন্ধীকালীন স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব, শিশু মৃত্যু হ্রাস এবং শিশুদের শতভাগ টিকা নিশ্চিত করাসহ ডজনেরও বেশি সুপারিশ তুলে ধরেন এই ক্ষুদে কর্মকর্তা। প্রসূতি মায়ের নিরাপত্তা এবং শিশুর বিকাশে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো যেন বাধা হয়ে না দাঁড়ায়; সে বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান এনসিটিএফ সভাপতি জান্নাতুল শিফা।

সিরাজগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, কন্যাদের সুযোগ দিলে তারা অনেক কিছুই করে দেখাতে পারে, একজন কন্যা শিশুকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার আসনে দেখে আমি মুগ্ধ। একইসঙ্গে মা ও শিশুর সুরক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের ব্যাপারে উপস্থিত শিশু প্রতিনিধিদের আশ্বাস দেন তিনি। শিশুদের কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষা এবং শতভাগ টিকা নিশ্চিতে তার দপ্তরের পক্ষ থেকে সার্বিক প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

এনসিটিএফের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল এনসিটিএফের সহযোগিতায় বিশ্বব্যাপী গার্লস টেক-ওভার কর্মসূচি পালন করছে। কন্যা শিশুরা সমান সুযোগ এবং সম-অধিকার পেলে, বদলে দিতে পারে তাদের নিজের জীবন। তাদের আশপাশের সমাজ এবং সমাজের মানুষদের এমন বিশ্বাস থেকেই গার্লস টেক-ওভার কর্মসূচির উদ্যোগ এবং বাস্তবায়ন করে প্ল্যান ইন্টারন্যাশনাল। এ কর্মসূচির মাধ্যমে একজন কিশোরী, কন্যা শিশু অথবা তরুণীকে নেতৃত্ব দানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা হয়। যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারবদ্ধ হয়।

এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন এনসিটিএফ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক তাহসান আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া আফরিন, শিশু সাংবাদিক তাসনিয়া আজাদ তিশা, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইয়ামিন হাসান তৌহিদসহ শিশু প্রতিনিধিরা। এ সময় শিশুদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা ভলান্টিয়ার নাজমুল হাসান ও বৃষ্টি খাতুন।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‍্যাবের পোশাক পরে সাড়ে ২৮ লাখ টাকা লুট
সিরাজগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
জামায়াত শাসন ভার পেলে শাসক হবে না সেবক হবে: রফিকুল ইসলাম
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা