• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুষ্টিয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৫৪
ছবি : আরটিভি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছাতারপাড়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের রমজান মন্ডলের ছেলে আব্দুল হামিদ (৫০) ও নজরুল ইসলাম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদ ও নজরুল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাজারে চায়ের দোকানে বসেছিলেন। আলাপ করছিলেন দেশের বর্তমান পরিস্থিতিতে স্থানীয় রাজনীতি ও এলাকার আধিপত্য নিয়ে। এ সময় অপর পক্ষের ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে হামিদ ও নজরুলসহ ৫ জন জখম হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে হামিদ ও নজরুল মারা যান। আহত বাকি তিন জনকে (জামাল হোসেন, হাসমত আলী ও আকবর হোসেন) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, দুই ভাইকে হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবির জানান, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১
খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে গরু লুট
চুরি দেখে ফেলায় মা-ছেলেকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রকাশ্যে কুপিয়ে হত্যা