• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

ফাঁকা মাঠে গোল দিতে চাই না: খোকন

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১১:৩৬
ছবি : আরটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠলেও আমরা তা চাই না। কারণ, নিষিদ্ধের রাজনীতিতে আমরা বিশ্বাসী না। সেই সঙ্গে ফাঁকা মাঠে গোলও দিতে চাই না। আমরা চাই বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। কারণ, দেশের জনগণ দেখেছে ছাত্র-জনতার আন্দোলনে তারা শিক্ষার্থীদের ওপর কী রকম নির্যাতন-নিপীড়ন চালিয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে যদি অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা ধরে রাখে, তাহলে জনগণ হয়তো তা সন্দেহের চোখে দেখবে। বর্তমানে অনেক কিছুই তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। রাজনৈতিক দল ছাড়া এই সরকারের পক্ষে আসলে দেশ চালানো অনেক কঠিন। তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই সরকারকে দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে নির্দিষ্ট সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচন দিতে হবে।

শীলমান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সানাউল্লাহ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফকির রনি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লা দক্ষিণ ও নাটোর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপির হাফিজ উদ্দিন
রাজনৈতিক বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন চাপা পড়ে যাচ্ছে: মির্জা ফখরুল
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন কবে, জানা গেল