• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

ময়মনসিংহ মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে দুজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১৩:২৯
ছবি : আরটিভি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টা এবং বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতরা হলেন সাজেদা খাতুন (৪৫)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার উদয়খালী এলাকার মইজ উদ্দিনের মেয়ে। অন্যজন আবদুস সাত্তার (৫০)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংকরপুর এলাকার আবদুর রহমানের ছেলে।

এ বিষয়ে ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান বলেন, গত ২৭ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সাজেদা খাতুন। পরে বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। একইভাবে বুধবার (৩০ অক্টোবর) ভর্তি হন আবদুস সাত্তার। তিনি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৬টার দিকে মারা যান। তারা দুজনেই ডেঙ্গুজ্বরের পাশাপাশি ফুসফুসের ইনফেকশন ও কিডনি সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।

তিনি আরও বলেন, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ৩৯ জন রোগী ভর্তি আছেন। তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১ জন।

হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা প্রস্তুত রয়েছেন। তবুও সবাইকে সচেতন হতে হবে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের
জামালপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নায়িকা অঞ্জনা রহমান