• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আইফোনের জন্য বন্ধুকে নিয়ে খালা ও খালাতো ভাইকে খুন

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১৪:১৯
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে নিয়ে খালা ও খালাতো ভাইকে খুন করেছে এক মাদরাসা শিক্ষার্থী। পরে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে নিজেই বিষয়টি স্বীকার করেছে। তবে বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, পার্টি করার জন্য টাকার সংস্থান করতে খালার বাসা থেকে আইফোন, টাকাপয়সা ও স্বর্ণালংকার চুরির পরিকল্পনা করে সপ্তম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থী। পরিকল্পনামাফিফ মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে বন্ধুকে নিয়ে চুরি করতে গেলে ঘুম ভেঙে যায় খালাতো ভাই মিনহাজের। সে সময় চিৎকার করলে তার মা ফরিদা দৌড়ে আসে। তখন তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে রান্নাঘর থেকে বটি এনে খালাতো ভাই মিনহাজ ও খালা ফরিদাকে কুপিয়ে হত্যা করে ওই শিক্ষার্থীসহ তার বন্ধু ঢাকায় পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে ঢাকার সাভার থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অপর অভিযুক্ত তার বন্ধুকে ধরতে পুলিশের অভিযান চলছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সদর থানার ওসি নাজমুল হক, ডিবির ওসি আহম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতির ঘোষণা নৌযান শ্রমিকদের
যে কারণে ৬ জনকে খুন করেন ইরফান, জানাল র‍্যাব
সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ২ যুবক আটক
মোহাম্মদপুরে জোড়া খুনের আসামি গ্রেপ্তার