• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

আখাউড়ায় ৬ শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১৯:৪৬
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের ৬ শিক্ষককে মোবাইলে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে এ ঘটনায় ওই বিদ্যালয়ের হুমকি পাওয়া শিক্ষক মোছা. নাজনীন আখাউড়া থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, এয়ারটেল অপারেটরের একটি নম্বর থেকে ২৭ ও ২৮ অক্টোবর ২ দিনে ওই বিদ্যালয়ের ৬ জন শিক্ষককে হুমকি দিয়েছে। এতে শিক্ষকরা অনিরাপদ বোধ করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ে স্কুলের ২০২৫ সালের এসএসসি টেস্ট পরীক্ষা চলছে। গণিত পরীক্ষার দিন ছাত্র-ছাত্রীরা দেখাদেখি করে লেখার সময় দায়িত্বরত শিক্ষকরা নিষেধ করেন। এরপর থেকেই শিক্ষকের মোবাইলে ফোন দিয়ে গালমন্দ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হুমকি পাওয়া একজন শিক্ষক বলেন, কে হুমকি দিচ্ছে বুঝতে পারছি না। হয়তো ছাত্ররা অথবা অন্য কেউ হুমকি দিতে পারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাসিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিক বশির হোসেন খানকে প্রাণনাশের হুমকি, ডিআরইউ ও র‍্যাক’র নিন্দা
ভারতে অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদে‌শি তরুণী আটক
আখাউড়ায় যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু