• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে পুকুরে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ২৩:৩০
ফাইল ছবি।

চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার পিংড়া বাজার এলাকায় বহরি গ্রামে খান বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু জুবায়েদ ও জুনায়েদ (৫) খান বাড়ির শরীফ খানের ছেলে। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানায়, দুই শিশু বিদ্যালয় থেকে বাড়িতে এসে পুকুর ঘাটে বই রেখে খেলাধুলা করছিল। কোনো একসময় তারা পুকুরে পড়ে যায়। ওই সময় তাদের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে বাড়ির লোকজন পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জমজ ভাইকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোজাম্মেল বলেন, জমজ শিশু হাসপাতলে আনার অনেক আগেই মারা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. কাউসার বলেন, জমজ শিশুর মৃত্যু বিষয়টি খুবই মর্মান্তিক। দুই শিশুই স্থানীয় বহরি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ত। বিদ্যালয় থেকে এসে বাড়ির পুকুরে ডুবে মারা যায়।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের
জামালপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
চাঁদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত