• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

সাংবাদিকসহ ১০ জনকে ধাক্কা দিয়ে পালাল বেপরোয়া গতির প্রাইভেটকার

আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২৪, ০৩:৩৮
সাংবাদিকসহ ১০ জনকে ধাক্কা দিয়ে পালাল বেপরোয়া গতির প্রাইভেটকার
ফাইল ছবি

রংপুরে বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের ধাক্কায় সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে টাউনহলের সামনের সড়কে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে সিটি বাজার থেকে ডিসি মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের পাশের একটি দোকানে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। এতে দেশ টেলিভিশন এবং কালের কণ্ঠের সাংবাদিক রফিক, একজন রিকশাচালক ও পথচারীসহ ১০ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পা ও কোমরসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তারা৷

জানা গেছে, প্রাইভেটকারটি নগরীর সিও বাজার হয়ে পালিয়ে গেছে। গাড়িটি ধরতে নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ডালিমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি
১৩৪ কোটি টাকা লেনদেন: মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক 
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২
নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত