• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২৪, ০৯:৪০
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে গাড়ি দুটির চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শায়েস্তাগঞ্জের নূরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাধবপুর উপজেলার শাহজাহপুর গ্রামের বাসিন্দা ট্রাকচালক মো. আজিজ মিয়া (৪৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা বাসচালক রাজু আহমেদ (৩৫)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালি পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। এর মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে সিলেট পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২
নওগাঁয় বাস উল্টে স্বাস্থ্যকর্মীসহ নিহত ২ 
রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২