• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ, ৪০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২৪, ১৪:২৮
ছবি : সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় শহীদ সিকদার (৭২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকারের সময় অভিযানের খবর টের পেয়ে গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ দেন তিনি। পরে প্রায় ৪০ ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে চাখার ইউনিয়নের সন্ধ্যা নদীতে নিখোঁজ শহীদ শিকদারের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন জেলেরা।

শহীদ সিকদারের বাড়ি বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে। তিনি ওই গ্রামের মো. ফয়জর আলী সিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র ও মৎস্য কর্মকর্তার নেতৃত্বে স্পিডবোট ও ট্রলার নিয়ে সন্ধ্যা নদীতে অভিযান চলে। তখন নদীতে মাছ ধরছিলেন শহীদ সিকদার ও নুরুদ্দীন নামে দুই জেলে। অভিযানের বিষয়টি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে নৌকা থেকে নদীতে ঝাঁপ দেন তারা। সাঁতরে তীরে উঠতে গিয়ে বাকপ্রতিবন্ধী নুরুদ্দীন ধরা পড়েন। পরে তার মায়ের জিম্মায় ওই রাতেই নুরুদ্দীনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু শহীদ সিকদারের কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুরে সন্ধ্যা নদীর জাঙ্গালিয়া গ্রাম এলাকায় জেলে শহীদ সিকদারের মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

বানারীপাড়া থানার ওসি মোস্তফা বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ যথাযথ প্রক্রিয়ায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে নিখোঁজ এক ইসরায়েলি নাগরিকের মরদেহ উদ্ধার
নোয়াখালীতে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার
ধানখেত থেকে সাঁওতাল নারীর মরদেহ উদ্ধার
পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ২