• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

দাদিকে গলাকেটে হত্যা করল নাতি

আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২৪, ২০:০৫
দাদিকে গলাকেটে হত্যা করলেন নাতি
ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় দাদিকে গলাকেটে হত্যা করেছে নেশাগ্রস্ত নাতি। নিহত দাদির নাম সখিনা খাতুন (৭০)। তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত কওছার জোয়ার্দারের স্ত্রী।

শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন।

জানা যায়, এ ঘটনায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারসহ হত্যাকারী নাতি হানিফ জোয়ার্দারকে (২৪) আটক করেছে তালা থানা পুলিশ।

স্থানীয়রা জানান, হত্যাকারী নেশাগ্রস্ত নাতি হানিফ জোয়াদ্দার ওই গ্রামের মশিয়ার রহমান জোয়াদ্দারের ছেলে। তিনি স্থানীয় শালিখা কলেজে ডিগ্রিতে পড়েন। সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদির সঙ্গে ঝগড়া করেন হানিফ। একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে দাদি সখিনা খাতুনকে গলাকেটে হত্যা করেন। এলাকাবাসী হানিফকে আটকে রেখে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। মাদকাসক্ত হানিফ দাম্পত্য অশান্তি নিয়ে মানসিক চাপে ছিলেন।

এ বিষয়ে তালা থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একইসঙ্গে ঘাতক হানিফকেও আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি তার দাদিকে হত্যার দায় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতা হত্যায় শিবিরকে অভিযুক্ত করায় তীব্র প্রতিবাদ
জামালপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
যুবদল নেতাকে কুপিয়ে গলাকেটে হত্যা, চিরকুট উদ্ধার
যে কারণে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন শাবানা আজমি