• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ছাত্র-জনতার ওপর হামলাকারীদের বিচার করতে হবে: রেজাউল করীম

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২৪, ২০:৩৩
ছাত্র-জনতার ওপর হামলাকারীদের বিচার করতে হবে: রেজাউল করীম
ছবি : আরটিভি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলাকারীদের বিচার করতে হবে। ছাত্র-জনতার গণবিপ্লবে যারা জঘন্যতম গণহত্যা চালিয়ে অসংখ্য মায়ের বুক খালি করেছে, চিরতরে পঙ্গু করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা আয়োজিত শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

খুনিরা কীভাবে পালিয়ে গেলো দেশবাসী তা জানতে চায় উল্লেখ করে তিনি বলেন, টাকা লুটপাটকারী দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্তসহ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মুহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহম্মাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা উন্নত ও শিক্ষিত জাতি গঠনের আহ্বান, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার; দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা অনতিবিলম্বে কার্যকর করার জন্য জোর দাবি জানান।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
হাতিয়ায় ইসলামী আন্দোলনের গণ জমায়েত
‘গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে’
হাতিয়ায় ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ