• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

আখাউড়ায় ইমামের রাজকীয় বিদায়ে কাঁদলেন গ্রামবাসী

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২৪, ২২:১১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৮ বছর ইমামতি করার পর এক ইমামকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া নূরে মদিনা শাহী জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা লুৎফুর রহমান মুন্সীকে নানা আয়োজন ও সংবর্ধনার মধ্য দিয়ে রাজকীয় বিদায় জানান এলাকাবাসী।

এই ঘটনায় কেঁদেছেন গ্রামবাসী ও বিদায়ী ইমাম সাহেব। এ সময় মসজিদের বিদায়ী ইমাম মাওলানা লুৎফুর রহমান মুন্সীর হাতে এলাকাবাসীর পক্ষ থেকে নগদ টাকা উপহার হিসেবে তুলে দেন মুসল্লিরা।

গ্রামবাসী জানান, বিদায় শব্দটা বেদনাদায়ক। কিন্তু সময়ের প্রেক্ষিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। নামাজ কালাম শিখাসহ সামাজিক যাবতীয় সমস্যাগুলো হুজুর থেকে সমাধান নিতেন তারা। হুজুর গ্রামবাসীর ছেলে-মেয়েদেরকে কুরআন-হাদিস শিক্ষা দিয়েছেন।

মসজিদ কমিটির সভাপতি মো. হোসেন খান বলেন, ‘দীর্ঘ ৩৮ বছর হুজুর আমাদের এলাকায় অত্যন্ত সুনামের সঙ্গে ইমামতি করেছেন, আমরা হুজুরকে বিদায় দিচ্ছি না তবে অসুস্থতাজনিত কারণে আজ তিনি বিদায় নিচ্ছেন। গ্রামবাসী আজীবন উনাকে স্বরণ রাখবেন।’

এ বিষয়ে মাওলানা লুৎফুর রহমান মুন্সী বলেন, ‘৩৮ বছরের বিদায় বেলায় এত ভালোবাসা ও সম্মান পেয়েছি। আমি সত্যিই মুগ্ধ। আমি সবার কাছে দোয়া প্রার্থী।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার 
আখাউড়ায় কৃষকের লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
আখাউড়ায় ২২টি মোবাইলসহ নারী ছিনতাইকারী গ্রেপ্তার
কথা কাটাকাটির একপর্যায়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা