• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু হবে: সেতু উপদেষ্টা

আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২৪, ২২:২২
ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু হবে: সেতু উপদেষ্টা
ছবি : আরটিভি

ভোলার ২০ লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ এবং সেতু উপদেষ্টা মো. ফাওজুল কবির খান।

শুক্রবার (১ নভেম্বর) ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে এ আশ্বাস দেন তিনি।

সেতু উপদেষ্টা বলেন, ‘ভোলা-বরিশাল সেতু নির্মাণ অনেক ব্যয়বহুল। তবে কাটছাঁট করে এটির ব্যয় কমিয়ে হলেও একটি মাল্টিপারপাস সেতু নির্মাণ করার কাজ চলছে। এ সেতু নির্মাণে আমাদের আগ্রহ রয়েছে। এটা নির্মাণ হলে ভোলা থেকে গ্যাস, বিদ্যুৎ নেওয়া যাবে। ভোলার সঙ্গে সারা দেশের সংযোগ স্থাপন হবে এবং ইন্টারনেট সুবিধা পাবে। ইতোমধ্যে এ সেতু নির্মাণের জন্য জাপানের একটি কোম্পানির সঙ্গে কাজ চলছে। আমরা আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে ভোলা-বরিশাল সেতুর কাজ শুরু করা হবে।’

শুক্রবার ভোলায় ইলিশা-২ গ্যাস কূপ, শাহবাজপুর গ্যাস ফিল্ড বাপেক্স ও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে রাত ৮টায় ভোলা সার্কিট হাউসে প্রেস ব্রিফিং করেন ফাওজুল কবির খান।

ভোলার গ্যাস আগে ভোলায়, তারপর অন্যত্র দেওয়ার দাবিতে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার মানববন্ধন করার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আবাসিক সংযোগ না দেওয়ার সিদ্ধান্তটি জাতীয়। পুনরায় আবাসিক সংযোগ দেওয়ার সিদ্ধান্ত হলে ভোলাসহ সারা দেশেই সংযোগ দেওয়া হবে।’

এ সময় তিনি বিসিক শিল্পনগরীসহ যেকোনো শিল্পকারখানায় গ্যাস সংযোগ দিতে সুন্দরবন গ্যাস কোম্পানিকে নির্দেশ দেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ ও সেতু সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ ভোলার জেলা প্রশাসক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ
লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ
পদ্মা সেতু প্রকল্পের ব্যয় কমানো হয়েছে: সেতু উপদেষ্টা
রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে: সেতু উপদেষ্টা