• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

জনগণের ক্ষমতা জনগণের হাতে দ্রুত ফিরিয়ে দিন: ডা. জাহিদ

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ০৫:৩৩
ডা. এ জেড এম জাহিদ হোসেন
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘জনগণের ক্ষমতা জনগণের হাতে দ্রুততম সময়ে ফিরিয়ে দিন।

শুক্রবার (১ নভেম্বর) সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, ‘জনগণের ক্ষমতা জনগণের হাতে দ্রুততম সময়ে ফিরিয়ে দিন। সেটা প্রলম্বিত করলে মহাসংকটের মধ্যে পড়বেন। জনগণের চোখের ভাষা বুঝতে হবে। জনগণ কী চায়, তা না বুঝে চললে হবে না। জনগণের বিষয়টি মাথায় নিয়েই এগোতে হবে।’

তিনি বলেন, ‘আমরা বলেছি আপনাদের সহযোগিতা করব কিন্তু অনির্দিষ্টকালের জন্য নয়। কোনো অজুহাতে কোনো প্রক্রিয়াকে প্রলম্বিত করার চেষ্টা করা হলে জনগণ তা সহ্য করবে না।’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, আপনাকে বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে না। আপনার ৫ নভেম্বরের নির্বাচন নিয়ে চিন্তা করুন। বাংলাদেশের মানুষ বাংলাদেশ নিয়ে চিন্তা করবে।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সিলেট জেলার আহ্বায়ক ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. শাহনেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
সচিবালয়ে আগুন, ফেসবুকে যা লিখলেন ইঞ্জিনিয়ার ইশরাক
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর কারাগারে
বিএনপি ক্ষমতা এলে নৃগোষ্ঠীর জন্য আলাদা অধিদপ্তর হবে: প্রিন্স