• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

মাইক্রোবাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ০৮:২২
ছবি : সংগৃহীত

মাদারীপুরে ডাসার উপজেলার ভুরঘাটা-শশিকর সড়কে মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ডাসার উপজেলার আশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালকিনি উপজেলার আলীপুরের শহিদুল ইসলামের ছেলে হৃদয়, ভুরঘাটা এলাকার রোহান, একই এলাকার আলী সরদারের ছেলে লোকমান সরদার, ঝুরগাঁও এলাকার অনিল বাড়ৈর ছেলে গোবিন্দ বাড়ৈ ও তার মেয়ে চাঁদনী বাড়ৈ, একই এলাকার সুনীল মণ্ডল, বরিশালের আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড়ের হরবিলাসের ছেলে জয়। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় যাত্রী নিয়ে শশিকর থেকে ভুরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসে তিনচাকার একটি মাহিন্দ্রা। ডাসার উপজেলার আশ্রম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায় ও মাহিন্দ্রা গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ সময় মাইক্রোবাস ও মাহিন্দ্রার অন্তত ১২ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ উল হাসান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় আহতের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মাইক্রোবাসের বেপরোয়া গতিতেই এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
সাপের ছোবলে প্রাণ গেল কৃষকের