• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

নিষেধাজ্ঞা অমান্য করায় দুই ট্রলারসহ ৩৬ জেলে আটক

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ০৮:৫৫
ছবি : আরটিভি

নোয়াখালী হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছধরা অবস্থায় দুটি ট্রলারসহ ৩৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলার দুটি থেকে ৭০ লাখ মিটার জাল ও ৪০০ কেজি ইলিশ জব্দ করা হয়।

শুক্রবার (১ নভেম্বর) রাতে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ স্থানীয় এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ড জানায়, মা ইলিশ রক্ষায় মাছধরা বন্ধ রাখতে কাজ করছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে কোস্টগার্ডের একটি টিম উপজেলার নিঝুমদ্বীপ এলাকায় অভিযান করে। এ সময় দুটি বড় ফিশিং ট্রলারকে মাছ শিকার অবস্থায় জব্দ করা হয়। ট্রলার দুটিতে থাকা ৩৬ জেলেকে করা হয় আটক। সন্ধ্যায় ট্রলার-দুটি আটক জেলেসহ কোস্টগার্ডের তমরদ্দি ক্যাম্পে নিয়ে আসা হয়।

রাতে পরিমাপ করে দেখা যায় দুটি ট্রলারে ৭০ লাখ মিটার জাল রয়েছে। যা পরে উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহমুদুল হাসানের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় দুটি ট্রলারে থাকা চারশত কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আটক জেলেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, মা ইলিশ রক্ষায় ২২দিনের নিষেধাজ্ঞা চলছে। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই ২২দিন সকল ধরনের মাছধরা বন্ধ। এই নদীতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় পাঁচ শিক্ষককে বিদায় সংবর্ধনা দিলো শিক্ষার্থীরা
আমরা রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না: ডিবিপ্রধান
হাতিয়ায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন
জলোচ্ছ্বাসে বেহাল সড়ক, নিঝুমদ্বীপে ভ্রমণে আসা পর্যটকদের দুর্ভোগ