• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১২:৫৪
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জামালপুরে হামলার ঘটনায় সাবেক মুখ্য সচিব ও জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নামে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এতে আওয়ামী লীগের ১০ নেতার নাম উল্লেখসহ ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার (১ নভেম্বর) সদর থানায় জামালপুর জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাদত হোসেন সাগর বাদী হয়ে এ মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন, জামালপুর শহরের বেলটিয়া এলাকার সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, পাথালিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে রেজুয়ান রাজন, মেলান্দহ উপজেলার চরশুকনা গ্রামের মোকলেছুর রহমান, একই এলাকার মুকলেছুর রহমানের ছেলে সাইফুল্লা ইসলাম ও পৌর শহরের পাথালিয়া এলাকার সাকিবুল আহসান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট জামালপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র-জনতা একটি র‌্যালি বের করে। র‌্যালিটি মির্জা আজম চত্বর প্রদক্ষিণ করে শহরের নতুন হাইস্কুলে মোড় অতিক্রম করার সময় আওয়ামী লীগসহ তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হামলা করেন। এতে সাধারণ শিক্ষার্থীরা আহত হন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে শাহাদাত হোসেন সাগর বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

আরটিভি/আইএম/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবাজারে অগ্নিসংযোগ, তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা
৫ আগস্ট পরবর্তী মামলাগুলো যথাযথ তদন্ত করতে হবে: আইজিপি 
শাহজাহান ওমরসহ ২০৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
ট্রাম্পের ‘পর্ন তারকাকে ঘুষ প্রদান’ মামলার রায় স্থগিত