• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

লক্ষ্মীপুরে ৪০ কোরআনে হাফেজকে সম্মাননা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৩:০৪
ছবি : আরটিভি

লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা প্রতিষ্ঠার এক যুগপূর্তিতে ৪০ হাফেজকে সম্মাননা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় ওই প্রতিষ্ঠানের ৩০ শিক্ষার্থীকেও সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। যুগপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হয়।

আইডিয়াল মাদরাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জমায়াতে ইসলামীর আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এনায়েত উল্যাহ পাটওয়ারী, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মুফতি নুরুল আমিন কাসেমী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মধ্য থেকেই যেন আগামীর নেতৃত্ব সৃষ্টি হয়। তাহলে দেশে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসী দূর হবে। ইসলামের পাখিরা কখনো অন্যায় করবে না। অন্যায়ের সঙ্গে আপসও করবে না। সুন্দর দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

প্রসঙ্গত, ২০১২ সালে লক্ষ্মীপুরে আইডিয়াল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। এতে নার্সারি থেকে আলিম পর্যন্ত ও হেফজ বিভাগে ৬০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অংকুরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
লক্ষ্মীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা
লক্ষ্মীপুরে পিস্তলসহ এক যুবক আটক
রামগঞ্জে ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা