• ঢাকা শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
logo

মেহেরপুর সড়কে গাছ ফেলে ডাকাতি

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৩:৪৪
ছবি : আরটিভি

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের সদস্যদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দুজন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের টহল না থাকায় ডাকাতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

আহত দুজন হলেন ট্রাকচালক গাংনী উপজেলার বাওট গ্রামের সজিব মিয়া (৩৫) ও ট্রাকের হেলপার ছাতিয়ান গ্রামের সুমন হোসেন (৩০)।

জানা গেছে, গাংনী উপজেলার শুকুরকান্দিতে ১০ থেকে ১৫ জনের একদল ডাকাত সড়কে গাছ ফেলে ঢাকা থেকে আসা পরিবহন ও বেশ কয়েকটি ট্রাক আটকে তাদের কাছ থেকে নগদ টাকা, সোনার গয়না ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতদের হামলায় দুজন আহত হয়েছে। ডাকাতির হাত থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে শুকুরকান্দির পাশে আকুবপুর মাঠের মধ্যে একই সড়কে ঘণ্টাব্যাপি ডাকাতি হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে জেলা আওয়ামী লীগের ২ নেতা আটক 
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২
ডাকাতিয়া নদীতে তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড
মেহেরপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান, ৩ অস্ত্র ব্যবসায়ী আটক