• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

পলাশে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৪:৪৯
ছবি : আরটিভি

নরসিংদীর পলাশে ইউনুস মিয়া অপু (১৭) নামের এক ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা-বক্তারপুর এলাকার একটি কলাখেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত অপু মিয়া শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার নয়ন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে ভাড়ায়চালিত ইজিবাইক নিয়ে জীবিকার সন্ধানে বের হয় অপু। রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে নোয়াকান্দা এলাকার একটি কলাখেতের পাশে অপুর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পলাশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ
নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা 
ছেলের দায়ের কোপে মা নিহত
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় রেস্তোরাঁ ম্যানেজার নিহত