• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পুকুরে পাওয়া গেল ১০ কেজির কোরাল, যত টাকায় বিক্রি 

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৫:১০
ছবি : আরটিভি

পটুয়াখালীর কুয়াকাটায় পুকুরে ধরা পড়লে ১০ কেজির একটি কোরাল মাছ।

শনিবার (২ নভেম্বর) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ধূলাসার গ্রামের বাসিন্দা সাইমুন ইসলামের পুকুরে মাছটি ধরা পড়েছে। এ সময় মাছটিকে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমায়, মাছটি দেখে অনেকেই কোরাল চাষে উদ্বুদ্ধ হন।

স্থানীয় বাসিন্দা কাদের পহলান বলেন, পুকুরে এতো বড় কোরাল এর আগে দেখিনি।

মাছটি দেখে স্থানীয় চাঁন মিয়া বলেন, আমিও পুকুরে কোরাল চাষ করব। কোরাল চাষে খরচ কম, লাভ বেশি।

সাইমুন বলেন, মাছটি বিক্রয়ের জন্য স্থানীয় কুয়াকাটা মাছ বাজারে নিয়ে গেলে আশানুরূপ দাম না পাওয়ায়, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। এরপর পার্শ্ববর্তী উপজেলা আমতলীর বাসিন্দা ইয়াকুব ঘরামী নামের এক ব্যক্তি এক হাজার ২০০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় মাছটি কিনে নিয়ে যান।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ পর্যাপ্ত খাবার পেলে বছরে সাড়ে ৩ কেজি থেকে ৪ কেজি হতে পারে। এ মাছটি পুকুরে ৩ থেকে ৪ বছর মিনিমাম আছে, পর্যাপ্ত খাবার পেয়েছে। ফলে মাছের গ্রোথ ভালো রয়েছে। আমাদের উপকূলের চাষিরা সঠিক পরিমাণ খাবার ও পরিমাণ মতো উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে কোরাল চাষ করলে তারাও সফলতা পাবেন।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলের জালে ধরা পড়লো ১৪ কেজির পাঙাশ
কুয়াকাটায় তীর্থযাত্রীদের ঢল
কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের শঙ্খিনী সাপ উদ্ধার
কলাপাড়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন