• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

নারী চিকিৎসককে মারধর, জড়িতদের গ্রেপ্তার দাবিতে আল্টিমেটাম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৫:২৯
ছবি : আরটিভি

জামালপুরের বকশীগঞ্জ হাসপাতালের এক নারী চিকিৎসককে মারধরের ঘটনায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচিতে বক্তব্যকালে তিনি এ আল্টিমেটাম দেন।

এ সময় তিনি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নারী চিকিৎসক ডা. আছমা লাবনীর ওপর হামলা ও মারধরকারীদের গ্রেপ্তার করা না হলে জেলার হাসপাতালগুলোতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন।

এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, চিকিৎসকরা যদি নিরাপত্তা না পায় তাহলে তারা কীভাবে মানুষের সেবা দেবেন। তাই প্রথমে কর্মস্থলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

অবস্থান কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎক ও কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য, সোমবার (২৮ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত রিকশাচালক পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাসু মিয়ার ছেলে রজব আলীর চিকিৎসকের অবহেলায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন হাসপাতালে আরএমও ডা. আসমা লাবনীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাকে মারধর করেন।

নারী চিকিৎসককে মারধরের ঘটনায় মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে ৮ জনকে নামীয় ও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বকেয়া পরিশোধে বাংলাদেশকে আল্টিমেটাম দেওয়া হয়নি: আদানি গ্রুপ
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
চাকরির বয়সসীমা ৩২ প্রত্যাখ্যান, ৩৫ করতে ৩ দিনের আল্টিমেটাম 
বকশীগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার