• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে দীর্ঘ বছর পর পরিষ্কার হচ্ছে এসবি খাল

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৫:৪৯
ছবি : আরটিভি

দীর্ঘ বছর পরে চাঁদপুর শহরের অতিগুরুত্বপূর্ণ এসবি খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উদ্ধার অভিযান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রত্যেক জেলায় একটি খাল পরিষ্কার ও পরিচ্ছন্ন করার উদ্যোগের অংশ হিসেবে এসবি খালটি নির্ধারণ করা হয়।

শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীসহ প্রায় দেড় শতাধিক লোক অংশগ্রহণ করে।

চাঁদপুর শহরের একটি গুরুত্বপূর্ণ খাল এসবি খাল। এই খালটির সংযোগ এক অংশ মেঘনা নদীর সঙ্গে এবং আরেক অংশ ডাকাতিয়া নদীর সঙ্গে। শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল হচ্ছে এসবি খালটি। শহরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ রাখাতে পরিষ্কার ও পরিচ্ছন্ন করার এ উদ্যোগের নেওয়া হয়েছে।

বিডি ক্লিন চাঁদপুরের সদস্য মিথিলা বলেন, শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল হচ্ছে এসবি খাল। শহরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ রাখার জন্য আমাদের সদস্যরা এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছে।

পরিচ্ছন্নকাজে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা জানান, শিক্ষার্থীদের নিয়ে তাদের এই সংগঠন। তাদের কাজের একটি অংশই হচ্ছে শহর পরিচ্ছন্ন রাখার কাজে সহায়তা করা। এই কাজে তাদের সংগঠনের ৪৫জন সদস্য অংশগ্রহণ করেছে।

রেডক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য নুর মোহাম্মদ বলেন, এই খালটির সংযোগ এক অংশ ছিল মেঘনা নদীর সঙ্গে এবং আরেক অংশ ছিলো ডাকাতিয়া নদীর সঙ্গে। মেঘনা নদীর অংশ ভরাট হয়েগেছে। ডাকাতিয়া নদীর অংশ আমরা কাজ শুরু করেছি। কাজে এসে কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিব। আমাদের কাজের সার্বিক নির্দেশনা দিচ্ছে জেলা প্রশাসন।

পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এটি আমাদের জাতীয় যুব দিবসের একটি কর্মসূচি। সেই কর্মসূচির আলোকে সারাদেশে একটি করে খাল পরিষ্কার করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা চাঁদপুর শহরের এসবি খালটিকে নির্ধারণ করেছি। ডাকাতিয়া ও মেঘনা নদীর সংযোগ পর্যন্ত পরিষ্কার করা হবে। আগামীতে এই খালের অবৈধ দখলও উদ্ধার করা হবে।

তিনি বলেন, আমরা এই কাজে পৌরবাসীর সহযোগিতা চাচ্ছি এবং পাশাপাশি তাদেরকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্র ও যুবসমাজ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। কিন্তু এটিকে ধরে রাখার কাজ হচ্ছে পৌরবাসীর। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ১৫ দিন চলমান থাকবে। এরপর এই কাজটির তত্ত্বাবধান করবে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ।

চাঁদপুর শহরের এসবি খালের পাশাপাশি দ্রুত জেলার ৮টি উপজেলার ৮টি প্রধান খাল দ্রুত দূষণ ও দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

আর স্থানীয়দের দাবি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ এসবি খালটি দূষণমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও দখল মুক্ত করতে হবে। কারণ খালের অনেক স্থানে অবৈধভাবে দখল হয়ে যাওয়া এবং ময়লা আবর্জনার কারণে শহরের পানি প্রবাহে মারাত্মক ব্যাহত হচ্ছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, চাঁদপুর ও পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, চাঁদপুর পৌরসভার নির্বাহী অফিসার আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাহার প্রমুখ।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১ 
জামায়াতকে মিথ্যা অপবাদ দিচ্ছে বিএনপি: মুহাম্মদ তাহের
চাঁদপুরে চরাঞ্চলে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ