• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

টেকনাফে দুই রোহিঙ্গাসহ ৯ কৃষককে অপহরণ

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ২১:৪২
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে ৯ জনকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অপহৃতের মধ্যে ৭ জন স্থানীয় এবং দুজন রোহিঙ্গা নাগরিক।

শনিবার (২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচিপাড়া পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত ব্যক্তিরা হলেন— ওই এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল উদ্দিন ও নুরুল হোছন। দুই রোহিঙ্গার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ আনোয়ার জানান, স্থানীয় ৭ জন অপহরণ হয়েছে বলে শুনেছি। পাহাড়ের পাদদেশে ক্ষেতে কাজ করার সময় ৭ কৃষককে অপহরণকারীরা ধরে নিয়ে যায়।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোজাহারুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে অবগত হয়েছি। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে অস্ত্র ও গুলিসহ আটক রোহিঙ্গা ডাকাত
এখনো উদ্ধার হয়নি টেকনাফে অপহৃত ৯ কৃষক
বোমা-মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে স্থানীয়রা
রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান: পররাষ্ট্র উপদেষ্টা