নিজ উদ্যোগেই রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন। তার ওই পদে থাকার নৈতিক বৈধতা নেই। সম্মান রক্ষার্থে তার নিজ উদ্যোগে পদত্যাগ করা উচিত।
শনিবার (২ নভেম্বর) বিকালে যশোর টাউন হল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, সংবিধান মেনে ছাত্র-জনতার আন্দোলন হয়নি। তাই সংবিধানের দোহাই দিয়ে অস্থিরতা সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া হবে না।
রেজাউল করিম বলেন, যে তিনটি মৌলিক আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বরং শাসন করা রাজনৈতিক দলগুলো দেশকে পাঁচবার শীর্ষ চোরের তকমা দিয়েছে। এখনও স্বার্থান্বেষী রাজনৈতিক দলগুলো দেশটাকে সেই পথে পরিচালিত করতে চায়। এটি কখনও বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
চরমোনাই পীর বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা জাতীয় সরকার পদ্ধতির নির্বাচনি ব্যবস্থা চালু করতে হবে। তাহলেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে। কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।
সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হুদাসহ জেলা ও উপজেলা কমিটির নেতারা বক্তব্য রাখেন।
আরটিভি/এআর-টি
মন্তব্য করুন