• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

টাঙ্গাইলে উপজেলা আ.লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ০৩:৪১
টাঙ্গাইলে উপজেলা আ.লীগ নেতা গ্রেপ্তার
ছবি : আরটিভি

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান গাউসকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (২ নভেম্বর) রাত ৮টায় তার নিজ বাড়ি বাসাইল দক্ষিণপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শেখ ইসতিয়াক উদ্দিন।

আটক মতিয়ার রহমান গাউস বাসাইল দক্ষিণপাড়া এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৮টায় সেনাবাহিনীর একটি টিম বাসাইল দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মতিয়ার রহমান গাউসের বাড়ি ঘেরাও করে সেনাবাহিনী। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাত ১০টার দিকে বাসাইল থানায় হস্তান্তর করা হয়।

বাসাইল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শেখ ইসতিয়াক উদ্দিন বলেন, ‘নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘ওই আওয়ামী লীগ নেতা থানা হেফাজতে রয়েছে। কোন মামলায় তা‌কে গ্রেপ্তার দেখা‌নো হবে সেটা এখনই বলা যাচ্ছে না। রোববার বিস্তারিত জানতে পারবেন।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুন, তিন দোকান পুড়ে ছাই
সুনামগঞ্জ আ.লীগ নেতা অবনী মোহন গ্রেপ্তার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 
যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে চলল ট্রেন