• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

চাঁদপুর জেলা শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৬
ছবি : আরটিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁদপুর জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আব্দুর রহিম বক্স দুদু।

শনিবার (২ নভেম্বর) বিকেল চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক ও কর্মচারী সাধারণ সম্পাদক অ্যাড. এম আর মনজু, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর পৌর বিএনপি সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।

আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ আলী খলিফা, যুগ্ম সম্পাদক আব্দুল হাই দুলাল, মো. খলিলুর রহমান হাওলাদার, চাঁদপুর সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নয়ন মাহমুদ ভূঁইয়া, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ছোটন বেপারী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। মানুষের মন জয় করতে হবে। সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। মনে রাখবেন মানুষের ভালোবাসা অর্জন করা ছাড়া কোনো ক্ষমতাবানই টিকে থাকতে পারেনি। অতীতের ফ্যাসিস্ট শেখ হাসিনাও দীর্ঘ সময় জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু পারেনি। কাজেই আপনাদেরকে এখন থেকেই মানুষের কাছে যেতে হবে তাদের ভালোবাসা অর্জন করতে হবে। বিএনপি এদেশের মানুষের ক্ষমতায় বিশ্বাস করে।

তিনি আরও বলেন, ১৯ জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশের গুলিতে চাঁদপুরের শ্রমিক দলের একজন নিহত হয়েছিল। আমরা তাকে শহীদের মর্যাদা দিয়েছি। শ্রমিক দল আমাদের একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। আমরা সব সময় শ্রমিক দলের যেকোনো কর্মকাণ্ডে সহযোগিতা করেছি আগামীতেও আপনাদের পাশে থাকব।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 
চাঁদপুরে আলোচিত বালুখেকো মতিন গ্রেপ্তার